শ্রেষ্ঠ নাস্তিক নির্বাচন প্রতিযোগিতা

লিখেছেন লিখেছেন আমীর আজম ১১ নভেম্বর, ২০১৩, ০৩:৩৬:২৫ দুপুর

যদি এমন একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়.........

নাম : শ্রেষ্ঠ নাস্তিক নির্বাচন।

যোগ্যতা : মুসলিম পরিবারে জন্মগ্রহনকারী সকল স্বঘোষিত নাস্তিক।

শর্ত : মৃত্যুর আগেই মোটামুটি প্রেস কনফারেন্সে করে ঘোষণা দিতে হবে তাকে যেন মৃত্যুর পর মুসলমানদের নিয়ম অনুযায়ী জানাজার নামাজ পড়ে কবর দেওয়া না হয়।

তাহলে শিওর যারা নাস্তিকতার পজিশন দখল করে মোটামুটি দেশবরেণ্য হয়ে আছেন তারা এই প্রতিযোগিতার ধারেকাছেও যেতে পারবেন না।

প্রতিযোগিতায় শীর্ষস্থান দখল করবে বর্তমানে স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া কিছু অতিউৎসাহী ছাত্ররা। কারণ তাদের কাছে জীবনটা এখনো রঙিন।

এই চিন্তাটা আমার এক ফ্রেন্ড এর সাথে শেয়ার করেছিলাম। তখন সে বলল এই কাজ যদি মুহম্মাদ জাফর ইকবাল স্যার করতে পারে তাহলে আমি তাকে এক প্লেট গুড়ের জিলাপি খাওয়াব। স্যারের প্রতি কেন জানি সে মহাখ্যাপা।

যাইহোক কথাটা হাস্যরসাত্মক হলেও প্রচন্ড একটা আক্ষেপ আছে। সারা জীবন ওনারা তরুণ প্রজন্মকে একটা ভুল পথে পরিচালিত করে গেলেন।

আর যদি ঠিক পথে থাকেন বলে মনে করেন তাহলে বাপের ব্যাটার মত ঘোষণাটা দিয়ে দেন দেখি। জানি পারবেন না। কারণ যতই লাফালাফি করুক না কেন দিন শেষে মানুষ আসলে অনেক অসহায়।

বি : দ্র : ইদানিং মুহাম্মাদ জাফর ইকবাল স্যার কিন্তু বলার চেষ্টা করেন তিনি নাকি নাস্তিক না। হায় স্যালুকাস কি বিচিত্র এই পৃথিবী ! তার থেকেও বেশি বিচিত্র এই পৃথিবীর মানুষজন।

বিষয়: বিবিধ

৯৪৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File